ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বার ও বুড়িচং উপজেলার ২৪ ইউনিয়নে নির্বাচন
আজ রাত ১২টার পর বন্ধ প্রচার প্রচারণা
Published : Saturday, 5 February, 2022 at 12:00 AM, Update: 05.02.2022 1:03:30 AM
আজ রাত ১২টার পর বন্ধ প্রচার প্রচারণা রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার দেবীদ্বার ও বুড়িচং উপজেলার ২৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীর প্রচার প্রচারনা বন্ধ হচ্ছে আজ। নির্বাচনী বিধি মোতাবেক আজ রাত ৮টার পর মাইকিং ও রাত ১২টার পর থেকে সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ।
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ৭ ফেব্রুয়ারী। নির্বাচনী বিধি মোতাবেক ভোট গ্রহণ শুরু হওয়ার ৭২ ঘন্টা পূর্বে বন্ধ করতে হবে প্রার্থীর প্রচার-প্রচারণা। সেই অনুযায়ী আজ শনিবার (৫ ফেব্রুয়ারী) রাত ১২টার পর থেকে ৭২ ঘন্টার ক্ষণ গণনা শুরু। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তাগণ।
বুড়িচং উপজেলা নির্বাচনে কর্মরত রিটার্নিং অফিসার আহসান হাবীব জানান, মূলত নির্বাচনী প্রচারণা বন্ধ হবে ভোট গ্রহণের ৭২ ঘন্টা পূর্বে। নির্বাচনী বিধি অনুযায়ী মাইকিং বন্ধ রাত ৮টার পর। সেহেতু মাইকিং এর প্রচারণা বন্ধ হবে রাত ৮টায় এবং সকল প্রচার প্রচারণা বন্ধ হবে রাত ১২টার পর।
প্রসঙ্গত, সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নে ৭ ফেব্রুয়ারী ভোট গ্রহণ। এর দেবীদ্বারে ২টি ও বুড়িচং উপজেলার ১টি ইউনিয়নে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন জেলা নির্বাচন অফিস।