নওগাঁর মহাদেবপুরে চা পানের সময় হাট অ্যাটাকে সবিন চন্দ্র মুন্ডা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মহাদেবপুর বাজারে এ ঘটনা ঘটে। সবিন চন্দ্র মুন্ডা উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাঁলনা গ্রামের মৃত কৃষ্ট পাহানের ছেলে ও জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ছিল মহাদেবপুর সদর হাটবার। সবিন চন্দ্র মুন্ডা বাজার শেষে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় তুষার ট্রেডার্স দোকানের পাশে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি অসুস্থ হয় পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার তমা আক্তার বলেন, সবিন চন্দ্রকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন বলেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা একটি দোকানে চা পানের সময় হঠ্যাৎ করেই হার্ট অ্যাটাকে মারা যান। হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।