ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পিছিয়ে পড়েও দারুণ জয় চট্টগ্রাম আবাহনীর
Published : Saturday, 5 February, 2022 at 7:18 PM
পিছিয়ে পড়েও দারুণ জয় চট্টগ্রাম আবাহনীর ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ও সেমিফাইনালে মোহামেডানকে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছিল রমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ফাইনালে আবাহনীর কাছে হারলেও মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টে নিজেদের লড়াকু এক দল প্রমাণ করেছিল পুরান ঢাকার ক্লাবটি। লিগেও তেমন কিছুর ইঙ্গিত দিয়েছিল তারা।

শনিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে শুরুতে গোল করে চমকে দিয়েছিল চট্টগ্রাম আবাহনী। চতুর্থ মিনিটে রহমতগঞ্জের গোলটি করেছিলেন ঘানার ফিলিপ। মনে হয়েছিল ফেডারেশন কাপের মতো লিগেও বড় দলগুলোর জন্য ভয়ের কারণ হবে তারা।

তবে মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী শুরুতে পিছিয়ে গেলেও শেষের হাসিটা দিয়েছে। পিছিয়ে পড়া ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে চট্টলার দলটি।

১-০ গোলে পিছিয়ে বিরতিতে গিয়েছিল তারা। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে সমতাসূচক গোল করেছেন নাইজেরিয়ান পিটার থ্যাঙ্কগড। ৭২ মিনিটে রুবেল মিয়ার গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত হয় চট্টগ্রাম আবাহনীর।