তিন নদী পরিষদের ৬ষ্ঠ দিন ধীরেন্দ্রনাথ দত্তসহ সকল ভাষা শহীদের স্মরণ
Published : Monday, 7 February, 2022 at 12:00 AM
শ্যামল বড়ুয়া ববি ||
তিন নদী পরিষদের ৩৯ তম আসরের ৬ষ্ঠ দিনে ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তসহ যারা বাংলা ভাষা জন্য প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করা হয়।
নগর উদ্যানে ২১দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কুমিল্লা জেলা কমিটির সভাপতি তারিকুর রহমান জুয়েল। তিনি বলেন, পূর্ব পাকিস্তানের শাসকগোষ্ঠী বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য প্রথমত আমাদের ভাষার উপর আক্রমণ করেছিল। তিনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের মহান ভূমিকার কথা বর্ণনা করেন।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল হাসানাত বাবুল।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক। তিনি ভাষা সংগ্রামে অবদানের জন্য শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত, রফিকুল ইসলাম, অজিত গুহ, এডভোকেট আহমেদ আলীসহ আরো অনেককে স্মরণ করে বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব।
পরিশেষে কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা গান ও আবৃত্তি পরিবেশ করে। গান করেন ইফতি, সাজ্জাত, মাইমুনা, নাফিয়া আনজুম, কৌশিক বর্মন দ্বীপ, আবৃত্তি করেন মাইমুনা ও নাফিজা আনজুম। উপস্থাপনায় ছিলেন আসাদুর রহমান খান।