ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ
সালিশে ২ লাখ টাকা রফদফা
Published : Monday, 7 February, 2022 at 12:00 AM, Update: 07.02.2022 12:49:48 AM
আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণমো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
এক প্রবাসীর বিরুদ্ধে গোসলের আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৪ বছরের কিশোরীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পরে বিষয়টি নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানের বাড়িতে বসে ধর্ষক তোফাজ্জল হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ধর্ষক তোফাজ্জল (২৯) একই গ্রামের মৃত শিরু মিয়া মোল্লার ছেলে। কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, কিছুদিন পূর্বে গোসলখানায় গোসল করার সময় তোফাজ্জল লুকিয়ে আমার ছবি তোলে। ওই গোসলের ছবি দেখিয়ে তোফাজ্জলের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে। তা না হলে ছবিগুলো বিভিন্ন লোকজনের কাছে ছড়িয়ে দিবে বলে আমাকে প্রথমবার ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।
কিশোরীর বাবা বলেন, আমি গত ২৯ জানুয়ারি (শনিবার) কাজে গিয়েছিলাম, বাড়ি ফিরে লোকজনের মুখে এ খবর শুনি। আমাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে স্থানীয় ভাবে আপোষ মীমাংসার কথা বলে ইউপি সদস্য জামাল উদ্দিন। সে আরও বলে ৩১ জানুয়ারি (সোমবার) নির্বাচনের পর বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা করা হবে। অন্যথায় ধর্ষণের ঘটনা জানাজানি হলে মেয়ের বিয়ে দিতে পারবে না বলেও ভয়  দেখায়। আমি গরিব মানুষ, আইন আদালত বুঝি না। তাই আপোষ মীমাংসা করতে রাজি হয়েছি।
বিষয়টির সত্যতা স্বীকার করে ৬নং ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় মেয়েটির ভবিষ্যত চিন্তা করি। গত শুক্রবার সন্ধ্যায় কামাল্লা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল বাসার খানের বাড়িতে সালিশ বসি। সালিশে তোফাজ্জলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
কামাল্লা ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল বাশার খাঁন বলেন, এলাকার গণ্যমান্য লোকজন দু’পক্ষকে আমার বাড়িতে নিয়ে এসে সালিশ করেছেন।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ধর্ষণের ঘটনায় কেউ অভিযোগ করেনি। তারপরও খোঁজ-খবর নিয়ে দেখব। যদি ঘটনা সত্যি হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।