Published : Friday, 11 February, 2022 at 12:00 AM, Update: 11.02.2022 12:46:43 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণার তিন ঘন্টা পর ফলাফল বদলে অন্য প্রাথী বিজয়ী ঘোষণা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর ঝাউতলায় নিজ কাযালয়ে এ সংবাদ সম্মেলন করেন নৌকা প্রতিকের প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, ৭ ফেব্রয়ারি সপ্তম দাপে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেছেন। ওই দিন নির্বাচন শেষে ভোট গনণা করা হয়। রাত নয়টায় ভোট গণনা শেষে রির্টানিং কর্মকতা আমাকে বিজয়ী ঘোষনা করেন। আমি ভোট পেয়েছিলাম ৬২০৫ ভোট। নিকটতম প্রার্থী পেয়েছিলো ৬০৬৬ ভোট। এ ফলাফল ভিডিও রেকর্ড করা আছে। বিজয়ী ঘোষনার পর আমি ও আমার সমর্থকরা বিজয়ী মিছিল করে বাড়িতে চলে আসি। পরে রাত ১২ টায় জানতে পারলাম আমার ফলাফল পাল্টে নিকটতম প্রার্থীকে ৬১৬৬ ভোট দেখিয়ে তাকে বিজয়ী ঘোষনা করেন। আমার একশ ভোট কমিয়ে তাকে বিজয়ী ঘোষনা করেন। এ ফলাফলে আমার নেতাকর্মীদের সংযত করতে তাৎক্ষনিক কোন ব্যবস্থা নিতে পারিনি। পরে জেলা প্রশাসক ও প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ভোটে ফেল করলে আপনাদের সামনে আসতাম না। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। দীর্ঘ ৫০ বছর বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আসছি। শেষ বেলায় এসে আমাকে এভাবে আপমানের কারন জানতে চাই রির্টানিং কর্মকর্তার নিকট। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত মনোনয়নপত্রকে অপমান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বি-পাড়ার অভিভাবক সাংসদ আবুল হাসেম এর নিকট আকুল আবেদন নির্বাচনী আইনের মাধ্যমে চক্রান্তকারীদের বিচার করে পূনরায় নির্বাচনের সঠিক ফলাফল ঘোষনা যেন করা হয়।