ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশ ব্যাংকের কাছে জাপানের স্মারক মুদ্রা হস্তান্তর
Published : Thursday, 10 February, 2022 at 9:28 PM
বাংলাদেশ ব্যাংকের কাছে জাপানের স্মারক মুদ্রা হস্তান্তর
 
কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে স্মারক মুদ্রা হস্তান্তর করেছে জাপান।

বুধবার (১০ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের কাছে মুদ্রাগুলো হস্তান্তর করেন।

জাপান মিন্ট এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ৫০ টাকা মূল্যমানের ১৩ হাজার পিস স্মারক রৌপ্য মুদ্রা তৈরি করা হয়েছে এবং ৩ হাজার মুদ্রা বাংলাদেশে সরবরাহ করা হয়েছে। মুদ্রাগুলি গোলাকার আকৃতির এবং ৩৫ মিমি ব্যাসের, ওজন ২০ গ্রাম।

মুদ্রার সামনের দিকে ‘জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী’ লোগো, চেরি ব্লসম (জাপানের জাতীয় ফুল) এবং শাপলা (বাংলাদেশের জাতীয় ফুল), কালার প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে খোদাই করা আছে। পেছনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ জাতীয় স্মৃতিসৌধের ছবি মুদ্রা নকশা করা হয়েছে।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, আমি আনন্দিত যে জাপান দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীর এই শুভ অনুষ্ঠানে স্মারক মুদ্রা বাংলাদেশে পৌঁছে দিয়েছে। চেরি ব্লসমস এবং শাপলা ফুল দিয়ে ডিজাইন করা মুদ্রা আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক। আমরা আশা করি যে স্মারক মুদ্রাগুলি অনেক লোক দেখবে এবং আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে অবদান রাখবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর বলেন, জাপান থেকে স্মারক মুদ্রা পাওয়া আমাদের আনন্দের বিষয়। বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে মুদ্রাগুলো সাহায্য করবে বলে আমি নিশ্চিত।

১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এবং ২০২২ সালটি জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকী।