ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারত ভ্রমণে বাংলাদেশিদের কোয়ারেন্টিন নয়
Published : Thursday, 10 February, 2022 at 9:27 PM
ভারত ভ্রমণে বাংলাদেশিদের কোয়ারেন্টিন নয়টিকা নেওয়া থাকলে ভারত ভ্রমণে বাংলাদেশসহ ৮২ দেশের ভ্রমনকারীদের কোয়ারেন্টিন লাগবে না। করোনা শনাক্তের হার কমতে শুরু করায় নতুন এই ভ্রমণ নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশনা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, করোনার টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলে বাংলাদেশসহ ৮২টি দেশের নাগরিক কোয়ারেন্টিন ছাড়া ভারত ভ্রমণ করতে পারবে। ১৪ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

বর্তমানে দেশটি ভ্রমণের ক্ষেত্রে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন চালু আছে।

এ ছাড়া ‘ঝুঁকিপূর্ণ’দেশ থেকে ভ্রমণকারীদের বাধ্যতামূলক অন এরাইভাল করোনা পরীক্ষার প্রয়োজন হবে না। ডি-বোর্ডিংয়ের পরে বিমান যাত্রীদের দুই শতাংশের নমুনা সংগ্রহ করা হবে। তবে পরীক্ষার ফলের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হবে না। তারা বিমানবন্দর ছেড়ে যেতে পারবেন।

যদিও ভ্রমণকারীদের যাত্রার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআরে পরীক্ষা করা করোনা নেগেটিভ রিপোর্ট আপলোড করার নির্দেশনা বহাল রয়েছে। বিকল্প হিসেবে করোনার টিকার সম্পূর্ণ ডোজ নেওয়ার সনদপত্রও আপলোড করা যাবে বলে নতুন নির্দেশনায় বলা হয়েছে।