Published : Friday, 11 February, 2022 at 12:00 AM, Update: 11.02.2022 12:47:29 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা মেডিক্যাল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ, কুমিল্লার
বিশিষ্ট স্পষ্টবাদী নাগরিক ডা. মোসলেহ উদ্দিন আহমেদের অবস্থা স্থিতিশীল
হলেও অবস্থার উন্নতি হয়নি। বৃহস্পতিবার রাইস টিউব লাগানো হয়েছে এবং বিশিষ্ট
নিউরোলোজিষ্ট ডা. দ্বীন মোহাম্মদ তাকে পর্যবেক্ষণ করেছেন। তিনি ঢাকার
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, মাথায়
বিপজ্জনক স্থানে তার স্ট্রোক হওয়ায় তিনি গুরুতর অসুস্থ হন। দর্শনার্থী না
গেলে ডা. মোসলেহ উদ্দিন উত্তেজিত না হলে অবস্থার উন্নতি হতে পারে। কিন্তু
উত্তেজিত হলে তার পুণরায় স্ট্রোক হবার সম্ভাবনা রয়েছে।
বিশিষ্ট চিকিৎসক শাহাবুদ্দীন আহমেদ জানান, যেহেতু মাথার সামনের দিকে স্ট্রোক হয়েছে,সেহেতু তিনি আশংকামুক্ত নন।
ডা.
আলী নূর জানান, বৃহস্পতিবার মোসলেহ উতিদ্দন আহমেদকে রাইস টিউব দেয়া হয়েছে
এবং ডা. দ্বীন মোহাম্মদ স্যার দেখছেন। পুণরায় যেন স্ট্রোক না হয় সেজন্য
কিছু পরামর্শ দিয়েছেন।