ভালোবাসা দিবসে ছিল অঙ্কুশের জন্মদিন। বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার আবেগঘন বার্তা দিলেন টালিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। প্রেমিকের বিশেষ দিনে ভালোবাসা উজাড় করে দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেয়ালজুড়ে ফেস্টুন, হলুদ-কালো বেলুন, পেছনে বেলুন দিয়ে বড় বড় করে লেখা— ‘হ্যাপি বার্থ ডে অঙ্কুশ’। বার্থ ডে বয় অঙ্কুশকে আদর করে জড়িয়ে ধরে রয়েছেন ঐন্দ্রিলা। প্রেমিকার কপালে আদর চুমু এঁকে দিচ্ছেন অভিনেতা।
ক্যাপশনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঐন্দ্রিলা লিখেছেন— শুভ জন্মদিন আমার জীবনের সেই মানুষটাকে যে চিরকালের জন্য আমার হৃদয় অধিকার করে রেখেছে। যতটা সম্ভব, ততটাই ভালো কাটুক জন্মদিন। তুমি আমার কাছে হীরের মতো অঙ্কুশ।
অঙ্কুশ-ঐন্দ্রিলার এই ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অঙ্কুশকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তারা। ছবিতে টালিউড তারকা জুটিকে ঘরোয়া পোশাকে দেখা মিলেছে। তাদের সম্পর্কের রসায়ন যে বেশ গাঢ় তা তাদের সোশ্যাল মিডিয়া পিডিএতে চোখ রাখলেই বোঝা যায়।