ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা বোর্ডে পাসের হার জিপিএ-৫ দুটোই বেড়েছে
পাসের হার ৯৭.৪৯%, জিপিএ-৫ পেয়েছে ১,৩৬৪ জন
Published : Sunday, 13 February, 2022 at 7:26 PM
কুমিল্লা বোর্ডে পাসের হার জিপিএ-৫ দুটোই বেড়েছেকুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার ৪০৭টি কলেজের ১ লাখ ১৪ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ৫১ হাজার ৬১৫ জন এবং ছাত্রী ৬২ হাজার ৯৪৪ জন। 

উত্তীর্ণ হয়েছে এক লাখ ১১ হাজার ৬৮০ জন। এদের মধ্যে ছাত্র ৫০ হাজার ৬৫ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬১৫ জন। এবার পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩জন।