ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজশাহী মেডিক্যালে আরও দুই মৃত্যু
Published : Tuesday, 15 February, 2022 at 12:27 PM
রাজশাহী মেডিক্যালে আরও দুই মৃত্যুরাজশাহী মেডিক্যাল কলেজ ( রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। 

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে দুই জন মারা গেছেন।  এই দুইজন ভর্তি ছিলেন হাসপাতালের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৮ জন রোগী। একদিন আগেও এ সংখ্যা ছিল ৪৯ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৭ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন চার জন। অন্যদিকে চিকিৎসাধীন সাত জনের করোনা শনাক্ত হয়নি।  এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।

বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের সাত, নওগাঁর ছয়, নাটোর ও পাবনার তিন, চুয়াডাঙ্গা-মেহেরপুরের একজন করে ও জয়পুরহাটের দুই রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ৯৪টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ১৫টিতে। একই দিনে রামেক ল্যাবে ২৭৪টি নমুনা পরীক্ষায় ৩৭টিতে করোনা ধরা পড়েছে।

রাজশাহীর ২০২টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ২৭টিতে। জেলায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ। একই ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ৭০টি নমুনা পরীক্ষায় ১০টিতে করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।