ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতীয় চিকিৎসককে বিয়ে করছেন ম্যাক্সওয়েল
Published : Tuesday, 15 February, 2022 at 7:42 PM
ভারতীয় চিকিৎসককে বিয়ে করছেন ম্যাক্সওয়েল পাঁচ বছর ধরেই ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ভিনি রমনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন গ্লেন ম্যাক্সওয়েল। বছর দুই আগে আংটি বদল করেছেন তারা। 


মহামারি করোনাভাইরাসের কারণে ধুমধাম করে আনুষ্ঠানিক বিয়ে করা হয়নি। তবে এবার বিয়ের কাজটা সেরে নিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। 


ইতোমধ্যেই তামিল ভাষায় লেখা ম্যাক্সওয়েল-ভিনি রমনের বিয়ের নিমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই কার্ড অনুযায়ী আগামী ২৭ মার্চ মেলবোর্নের ব্ল্যাকবার্ন রোডের একটি হলে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা। 

ম্যাক্সওয়েলের হবু স্ত্রী ভিনি রমন ভারতের তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। চেন্নাইয়ে তার জন্ম হলেও বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই। ভিক্টোরিয়ার মেন্টোন গার্স সেকেন্ডারি কলেজে তিনি পড়াশোনা করেছেন। বর্তমানে ভিনি পেশায় একজন চিকিৎসক। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ২০১৭ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান ভিনি।