Published : Friday, 18 February, 2022 at 12:00 AM, Update: 18.02.2022 1:13:17 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি ||
দাউদকান্দি
উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ
রাখার দায়ে দুই ফার্মেসিকে ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ
আদালত।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন, দাউদকান্দি উপজেলা
নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান এবং উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।
এসময়
উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. তৌহীদ আল-হাসান, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি
সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল
অফিসার ডা. মো: হাবিবুর রহমান।
অভিযান পরিচালনা শেষে দাউদকান্দি উপজেলা
নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান জানান,
উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা
হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে দুটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। সেখান থেকে
বেশ কিছু নকল-ভেজাল ওষুধ জব্দ করা হয়।
তিনি জানান, ড্রাগ আইন ১৯৪০এর ১৮
ধারায় নকল-ভেজাল ওষুধ রাখার দায়ে গৌরীপুর বাসস্ট্যান্ডের জে,এম মেডিসিন
ফার্মেসিকে দুই লাখ টাকা এবং পপুলার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা
হয়।
পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ভেজাল ওষুধ জনসম্মুক্ষে আগুন দিয়ে পোড়ানো হয়।