Published : Friday, 18 February, 2022 at 12:00 AM, Update: 18.02.2022 1:13:55 AM
‘কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন’
ঘোলপাশা কালিকাপুর শীর্ষক প্রকল্পের আওতায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম
উপজেলায়
ঘোলপাশা ও কালিকাপুর ইউনিয়নের পূন:খননকৃত কানাইল খালের শুভ
উদ্বোধন করেন বিএডিসি’র চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ। উক্ত উদ্বোধনী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা (ক্ষুদ্রসেচ) সার্কেলের তত্ত্বাবধায়ক
প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ
এলাকা উন্নয়ন প্রকল্প, প্রকৌ. মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন মো: আমিরুল ইসলাম, সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) বিএডিসি ও
প্রকৌ. মো: আব্দুল করিম, প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) বিএডিসি, ঢাকা।
খালটি উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ খালের পাড়ে বৃক্ষরোপন
করেন। এছাড়াও, উপজেলা নির্বাহী অফিসার, চৌদ্দগ্রাম, নির্বাহী প্রকৌশলী
(নির্মাণ), বিএডিসি, কুমিল্লা রিজিয়ন, কুমিল্লাসহ বিএডিসি’র কুমিল্লা
অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি,
সোমবার অপরাহ্ণে অনুষ্ঠানে বিএডিসি’র চেয়ারম্যান উপকারভোগী কৃষক এবং
স্থানীয় জনপ্রতিনিধিসহ বিএডিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য,
খালটি চৌদ্দগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্ত হয়ে হাইওয়ে পাশ দিয়ে প্রবাহিত
হয়েছে। ঘোলপাশা ও কালিকাপুর ইউনিয়নের কানাইল খালের ৪ কি.মি. পূন:খননের ফলে
দুটি ইউনিয়নের প্রায় ৬৭০ একর জমির জলাবদ্ধতা দূর হবে এবং পাশাপাশি খালের
পানি ব্যবহার করে দুই পাড়ের জমিতে সেচ প্রদান করাও সম্ভব হবে যাতে প্রায়
৪৫০টি কৃষক পরিবার সরাসরি উপকৃত হবে।