কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও ওয়ারেন্টভুক্ত নারী আসামিসহ ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানাপুলিশ সূত্রে জানা গেছে,থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই আনোয়ার হোসেন,এসআই সাইফুল ইসলাম ও এএসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত ১৭ ফেব্রুয়ারি বিকেকে উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজারের মায়ের দোয়া ভেরাইটিজ ষ্টোরের সামনের নাইঘর-হরিমঙ্গল সড়ক হতে মোঃ জয়দল হোসেন(৩২)কে আটক করে। পুলিশ তল্লাশি চালিয়ে এসময় তার কাছ থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জয়দল হোসেন উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি গ্রামের আঃ রশিদের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই শফিকুল ইসলাম, এএসআই মামুনুর রশীদ, এএসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মামলায় এজাহারনামীয় আসামী, জিআর ও সিআর পরোয়ানা মূলে আসামি নারীসহ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলার পূর্বপাড়া এলাকার মৃত গফুর মিয়ার ছেলে মনির হোসেন (৫০), চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকার মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ মাসুদ মিয়া (২২), শশীদল ইউনিয়নের দেউষ এলাকার মোঃ সোহেলের স্ত্রী মোসাঃ রেখা আক্তার (৩২) ও তার স্বামী একই এলাকার মৃত সিরাজ আলীর ছেলে মোঃ সোহেল।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন, " আসামীগণকে যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"