ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেসেজ পিন করা যাবে টুইটারে
Published : Friday, 18 February, 2022 at 7:22 PM
মেসেজ পিন করা যাবে টুইটারেপছন্দের বা প্রয়োজনীয় মেসেজ পিন করে সবার উপরে রাখা যাবে সবসময়। এমন ফিচার সবার জন্য চালু করতে যাচ্ছে টুইটার। এর আগে ফিচারটি শুধু ব্লু সাবস্ক্রাইবারদের জন্য চালু থাকলেও এখন এটি সবার জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ফিচারটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব সব জায়গাতেই ব্যবহার করা যাবে।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, ফিচারটি এখনও সম্পূর্ণভাবে চালু করা হয়নি। আপাতত আইওএস অ্যাপে এটি দেখা গেলেও ওয়েবে এখনও এটি পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি। আইওএস অ্যাপে যেকোনও মেসেজে কোনও এক পাশে সোয়াপ করলে পিনের অপশনটি আসবে। অপশনটিতে ট্যাপ করলে মেসেজটি ইনবক্সে সবার উপরে পিন করা কনভারসেশনের ভেতরে গিয়ে জমা হবে। এভাবে মোট ছয়টি মেসেজকে পিন করে রাখা যাবে।

এখন পিন ফিচারটি সবার জন্য উন্মুক্ত হলেও টুইটারের ব্লু সাবস্ক্রাইবারদের জন্য আরও দুটি ফিচার রয়েছে যেগুলো সবার জন্য উন্মুক্ত নয়। ফিচার দুটি হলো বড় ভিডিও আপলোড এবং এনএফটি প্রোফাইল ছবি। এই দুটি ফিচার ব্যবহার করতে চাইলে টুইটারে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব মূল্য প্রতি মাসে ২ দশমিক ৯৯ ডলার।