Published : Saturday, 19 February, 2022 at 12:00 AM, Update: 19.02.2022 1:19:22 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
মুরাদনগর
উপজেলার গাজীপুর গ্রাম থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রায়হান
খানকে (৩৯) আট বছর পর গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুক্রবার
দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়েছে।
ধৃত রায়হান খান আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
জানা
যায়, ২০১৩ সালের ১০ এপ্রিল ইয়াবাসহ রায়হান খানকে আটক করে ঢাকার তেজগাঁও
থানা পুলিশ। তখন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা
হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়।
কিছুদিন পর সে কারাগার থেকে জামিনে বের হয়। পরবর্তীতে সে আর আদালতে হাজির
হয়নি। এরমধ্যে ২০১৯ সালের ২ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
আদালতের বিজ্ঞ বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা
জরিমানা করেন। একই সাথে টাকা অনাদায়ে তাকে আরো এক মাসের কারাদন্ডের আদেশ
দেন। কিন্তু ২০১৩ সালে জামিনে আসার পর থেকে রায়হান খান দীর্ঘ ৮ বছর পালাতক
ছিল।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার দৈনিক কুমিল্লার
কাগজকে বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
গাজীপুর গ্রাম থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত রায়হান খানকে গ্রেফতার করতে সক্ষম
হয়।