কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আবদুর রহিম ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি... রাজিউন)। রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। সর্বশেষ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার উন্নতি হলে বাড়িতে নিয়ে আসা হয়। পরে রবিবার নিজ বাড়িতেই ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে আবদুর রহিম স্ত্রী, ২ পুত্র, চার কন্যা, নাতি নাতনীসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বাদ আসর তাঁর একসময়ের কর্মস্থল রামপুর হাইস্কুল মাঠে জানাজা শেষে আবদুর রহিমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ফারকসহ অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন।