ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে সার সংকট: সার মজুত রাখায় ব্যবসায়ীকে জরিমানা
শাহীন আলম
Published : Sunday, 20 February, 2022 at 6:38 PM
দেবিদ্বারে সার সংকট: সার মজুত রাখায় ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লার দেবিদ্বারে সার মজুত রাখা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজারে সারের ডিলার হাজী  মো. শাহ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন নবী তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রউফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  
এর আগে সকালে কৃত্রিম সার মজুত রেখে সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় শতাধিক কৃষক ওই দোকানের সামনে বিক্ষোভ করেন। তাঁরা বাজারের ব্যাগ  ও বল নিয়ে সার না পেয়ে বিক্ষোভ করেন।
কৃষক মো. শামসুল আলম জানান, সারের ডিলার শাহ আলম সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় করছেন। তিনি লাল ব্যানারে সারের মূল্য তালিকা  প্রদর্শন না করে বিনা রসিদে বহুদিন ধরে তা বিক্রি করছেন। আমি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার ক্রয় করে মেমো চাওয়ায় সরকার নির্ধারিত মূল্য রেখে বাকি ৪৩০ টাকা ফেরত দেন। ওই ঘটনা ছড়িয়ে পড়লে সার কিনতে আসা  শতাধিক কৃষক জড়ো হয়ে বিক্ষোভ করেন। 
মো. রফিকুল ইসলাম জানান, সার ডিলার হাজী মো. শাহ আলম প্রায় ১৫ বছর ধরে সুবিল ইউনিয়নের সার ডিলার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আমরা আমাদের প্রয়োজনে সার নিলেও দাম সম্পর্কে কোন ধারনা ছিলনা। সার ডিলার যা বলতেন তা দিয়েই আমরা সার কিনেছি। নতুন চেয়ারম্যান যখন কৃষকদের সার কেনার সময় রসিদ নিয়ে সার  ক্রয় করতে বললেন, তখন থেকে সার সংকট দেখা দিয়েছে। প্রতি বস্তা সারে আমাদের থেকে ৬/৭শত টাকা করে বেশী নিতেন তিনি। কৃষক আবদুস সালাম বলেন, ১১শ’ টাকায় ১ বস্তা দানা সার তিনি ২ হাজার, ৮শত টাকার ইউরিয়া সার এক হাজার টাকা এবং ৮ শত টাকার ১ বস্তা ডেব সার ১৪ শ টাকায় টাকায় বিক্রি করেন।