Published : Sunday, 20 February, 2022 at 12:39 PM, Update: 20.02.2022 1:48:10 PM
কুমিল্লার ময়নামতি এলাকায় ড্রামট্রাক চাপায় ৫ জন মৃত্যুর ঘটনায় চালক রাকিবুল হাসান রবিনকে আটক করেছে র্যাব। গতকাল রাতে সদর দক্ষিণ উপজেলার কনেশতলা থেকে তাকে আটক করা হয়।এর আগে দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন মোঃ জুলহাস মিয়ার ছেলে মোঃ স্বপন অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরই অভিযানে নামে র্যাব। আজ দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন জানান, চালক রবিনের ড্রাইভিং লাইসেন্স নাই। এছাড়া দুর্ঘটনার আগের রাতে বেশি কমিশনের আশায় রাতভর বিরামহীন ড্রাইভিংয়ের কারনে ভোরবেলায় কুয়াশার মধ্যে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণে রাখতে পারে নি।তাই এই দুর্ঘটনা এবং ৫ জনের মৃত্যু হয়। পরে চালক রবিন পালিয়ে যায়।
র্যাব জানায়, ট্রাকের মালিকও আত্মগোপনে রয়েছে। চালক রবিনকে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।
গত ১৮ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লা জেলার বুড়িচং থানার কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের তৃতবাগান নামক স্থানে নাম্বারবিহীন মাটিবাহী ট্রামট্রাক নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহি সিএনজিকে পিছন থেকে ধাক্কা দিলে সিএনজি চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী নিহত হয়। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।