ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এবার গাড়িচাপায় এসআই নিহত
Published : Sunday, 20 February, 2022 at 12:00 AM, Update: 20.02.2022 12:30:29 AM
এবার গাড়িচাপায় এসআই নিহতআলমগীর হোসেন,দাউদকান্দি ||
কুমিল্লার বুড়িচংয়ে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশায় থাকা ৫ জনের মৃত্যুর পর এবার কুমিল্লার দাউদকান্দিতে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন দায়িত্বরত পুলিশের এক সাব-ইন্সপেক্টর। শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি বিশ্বরোড ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটে। নিহত জাহাঙ্গীর আলম (৪৫) দাউদকান্দি হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি শেরপুরের সদর উপজেলার এতাবিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক জানান, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় রাতে যানবাহনের চাপ বেশী থাকার কারনে যানজট নিরসন ও নিরাপত্তায় কর্তব্যরত ছিলেন সাব-ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম। রাস্তা পারাপারের সময় কুমিল্লামুখী অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। নিহত মো. জাহাঙ্গীর আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ ঘাতক গাড়িটি সনাক্তের চেষ্টা করছে।
ওসি মোঃ জহুরুল হক আরো জানান, সড়ক অন্ধকার থাকায় কী ধরনের গাড়ি জাহাঙ্গীরকে চাপা দিয়েছে, সেটা তাঁর সহকর্মীরা বলতে পারেননি। তাঁকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার সকালে সাব-ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলমের সদ্য এসএসসি উত্তীর্ণ ছেলে আবির হোসেন, অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জুঁই আক্তার ও স্ত্রী পারভীন আক্তার দাউদকান্দি থানায় এসে পৌঁছালে তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এসময় সহকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) নামের পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল মোহাম্মদ মঞ্জুর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত গাড়ির চালককে আসামি করা হয়। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল হক। ওসি বলেন, আমাদের থানায় কর্মরত ছিল তাই আমাদের কনস্টেবল মামলা করেছে। আমরা সকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।