কুমিল্লার বুড়িচং উপজেলায় মাটিবাহী ড্রাম ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ছয়জন আরোহী নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত অটোরিকশাচালক জুলহাস মিয়ার ছেলে স্বপন মিয়া বাদী হয়ে বুড়িচং থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ঘাতক ড্রাম ট্রাকটির অজ্ঞাতনামা চালককে আসামি করা হয়।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
তিনি জানান, বুড়িচং থানায় মামলা দায়ের হলেও এর তদন্ত করবে ময়নামতি হাইওয়ে পুলিশ।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই ঘাতক ড্রাম ট্রাকচালক পালিয়ে যান। পরে তাকে গ্রেফতারে একাধিক অভিযান পরিচালনা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গাল তুতবাগান এলাকায় কুমিল্লার বুড়িচংয়ে মাটিবাহী ড্রাম ট্রাকচাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। শুক্রবার রাতে বুড়িচং থানায় মামলাটি দায়ের করা হয়।