ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিপর্যস্ত ব্রাজিলের পিত্রপোলিস, এখনও নিখোঁজ দুইশ'
Published : Sunday, 20 February, 2022 at 12:47 PM
বিপর্যস্ত ব্রাজিলের পিত্রপোলিস, এখনও নিখোঁজ দুইশ'ব্রাজিলের পুরনো শহর পিত্রপোলিসে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় দুইশজন। বৈরী আবহাওয়ার কারণে নিখোঁজদের সন্ধানে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।

চারদিন হলো এই শহরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। থেমে থেমে বৃষ্টি আর দমকা বাতাস উদ্ধার কাজে ভোগান্তি বাড়িয়ে দিয়েছে। উদ্ধারকারীরা বলছেন, নিখোঁজদের জীবিত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে ২৭ শিশু রয়েছে। প্রায় এক হাজার মানুষের ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। শনিবারও নানা ভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে গেছে সংশ্লিষ্টরা। যুক্ত হয়েছে ৪১টি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর।

বৃষ্টি এবং পাহাড়ি জায়গায় কাজ করতে বেগ পাওয়ার কথা জানিয়েছেন দমকলকর্মীরা। এই বিভাগের কর্মকর্তা আমারাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখানে ভারী যন্ত্র আনা একেবারেই অসম্ভব। সুতরাং আমাদরে পিঁপড়ার মতো কাজ করতে হচ্ছে। ধীরে ধীরে উদ্ধার কাজ করতে হবে।

এখানে প্রায় ৮০টি বাড়ি ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার অন্যান্য এলাকা থেকে উদ্ধার কাজ আরও প্রায় ৪০০ জন লোক যোগ দেওয়ার কথা রয়েছে। শহরটির উপর দিয়ে পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট বলসোনারো। শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

সূত্র: বিবিসি।