ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইএসপিএনের বিপিএল সেরা একাদশ
Published : Sunday, 20 February, 2022 at 12:33 PM
ইএসপিএনের বিপিএল সেরা একাদশজমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। টুর্নামেন্ট শেষে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা একাদশ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
সেই একাদশে ৪ জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে জায়গা করে নিয়েছেন ৭ জন বাংলাদেশি ক্রিকেটার। অনুমিতভাবেই সেই দলের অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয়েছে ফরচুন বরিশালের অধিনায়ক ও বিপিএলের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের কাঁধে।

অষ্টম আসরে এসে নিজেদের তৃতীয় বিপিএল শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফী বিন মোর্ত্তজার পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে একাধিকবার শিরোপা উঁচিয়ে ধরার কৃতিত্ব দেখিয়েছেন কুমিল্লা দলপতি ইমরুল কায়েস।

তবে ব্যাট হাতে টুর্নামেন্টজুড়ে নিষ্প্রভ থাকার কারণে ইএসপিএন ক্রিকইনফোর দলে জায়গা হয়নি কায়েসের। ব্যাট আর বল হাতে সমানতালে আলো ছড়ানো সাকিব আল হাসানেই ভরসা রেখেছে তারা।

ইমরুল কায়েস দলে জায়গা না পেলেও এই একাদশে জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন কুমিল্লার চারজন ক্রিকেটার। রানার-আপ দল ফরচুন বরিশাল থেকে জায়গা পেয়েছেন শুধু অধিনায়ক সাকিবই।

এছাড়াও দলে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স,খুলনা টাইগার্সের দুইজন করে ক্রিকেটার। সিলেট সানরাইজার্স ও মিনিস্টার ঢাকা থেকে একজন করে ক্রিকেটার আছেন ইএসপিএন ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশে।

একাদশে জায়গা পাওয়া চার বিদেশি ক্রিকেটার হলেন খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস এবং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মঈন আলী ও সুনীল নারাইন।

এই একাদশের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন সিলেট সানরাইজার্সের উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। দলে তিন পেসারের বিপরীতে আছেন সমান তিনজন স্পিনারও।

একনজরে ইএসপিএন ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ:

তামিম ইকবাল (মিনিস্টার ঢাকা), উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), আন্দ্রে ফ্লেচার (খুলনা টাইগার্স), সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) (অধিনায়ক), মঈন আলী (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), ইয়াসির আলি (খুলনা টাইগার্স), এনামুল হক বিজয় (সিলেট সানরাইজার্স) (উইকেটরক্ষক), সুনীল নারাইন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), শহিদুল ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), মুস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।