ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারাদেশে নজরদারি বাড়ানো হয়েছে: র‌্যাব মহাপরিচালক
Published : Sunday, 20 February, 2022 at 12:53 PM
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারাদেশে নজরদারি বাড়ানো হয়েছে: র‌্যাব মহাপরিচালকএকুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে যেকোনও ধরনের অপতৎপরতা রোধে রাজধানীসহ সারাদেশে নজরদারি বাড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘যতটুকু দরকার তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

রবিবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, শহীদ মিনার কেন্দ্র করে কোনোধরনের অপতৎপরতা নিয়ন্ত্রণে র‌্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। প্রো-অ্যাকটিভ তল্লাশি হিসেবে কাজ করে থাকি আমরা। কোনোধরনের (আশঙ্কামূলক) তথ্য আমাদের কাছে নেই। যে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। স্পেশাল ফোর্স রাখা হয়েছে। শহীদ মিনারসহ বিভিন্ন অনুষ্ঠানে নারীরা যেন টিজিংয়ের শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজরদারি থাকবে। শিশুদের জন্য নিরাপত্তা বিশেষ ব্যবস্থা থাকবে। নারী এবং শিশুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকবো এবং সবার প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।

ভার্চুয়াল জগতে গুজব এবং উসকানিমূলক ও মিথ্যা তথ্যসহ অন্যান্য সাইবার অপরাধ রোধকল্পে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। তাছাড়া এসব বিষয়ে কারও কাছে বিশেষ কোনও তথ্য থাকলে ০১৭৭৭ ৭২০ ০২৯ এই নম্বরে জানানোর আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন অনুষ্ঠান শহীদ মিনারসহ দেশের বিভিন্ন জায়গায় এই দিবসটি উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘র‌্যাব সতর্ক রয়েছে, টহল থাকবে। সাদা পোশাকে এবং পোশাকি সদস্যরাও দায়িত্বে থাকবেন।’ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য করোনার সময়ে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি প্রতিপালন করার জন্য আগতদের প্রতি আহ্বান জানান র‌্যাব প্রধান।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে শহীদ মিনার এলাকায় সুইপিং করা হয়েছে। এরপর শহীদ মিনার এলাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তত্ত্বাবধানে দেওয়া হবে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবজারভেশন পোস্ট, চেকপোস্ট করা হচ্ছে। আগামী একুশে ফেব্রুয়ারির দিনে সেখানে র‌্যাবের বোম্ব স্কোয়াড ও একটি মেডিক্যাল টিম মোতায়েন থাকবে বলেও জানান তিনি।