ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নোয়াখালীতে দেশি-বিদেশি মদসহ ২ কারবারি আটক
Published : Tuesday, 22 February, 2022 at 1:29 PM
নোয়াখালীতে দেশি-বিদেশি মদসহ ২ কারবারি আটকনোয়াখালীর বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে দেশি-বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কামরুল হাসান সজলকে (৩২) আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৩৮ বোতল বিদেশি মদ জব্দ করে ডিবি পুলিশ।
আটক কামরুল হাসান সজল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

অপরদিকে একই রাতে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মতি মিয়াজী বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারি আবুল বাশার লিটনকে (৪৯) আটক করে পুলিশ। এসময় তার বসতঘর থেকে ১৭ বোতল দেশি চোলাই মদ ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক আবুল বাশার লিটন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মতি মিয়াজী বাড়ির মৃত নিজাম উদ্দিনের ছেলে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এবং কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন রোমন জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।