শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পলিতকুমিল্লার দুই ভাষাসৈনিককে মরোণোত্তর সম্মাননা
Published : Wednesday, 23 February, 2022 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুমিল্লা
জেলা প্রশাসনের নেয়া নানান কর্মসূচির মধ্যে ২১শে ফেব্রুয়ারির সন্ধ্যায়
আলোচনা সভা, সম্মাননা প্রদান, পুরষ্কার বিতরণী ও সাস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসন মোহাম্মদ কামরুল হাসানে সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের
সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। অনুষ্ঠানে
কুমিল্লার দুই ভাষা সৈনিক সুখেন্দু চক্রবর্তী ও ফয়েজ উল্যাহকে মরনোত্তর
সম্মাননা প্রদান করা হয়। তাঁদের পক্ষে পরিবারের সদস্যরা অতিথিদের কাছ থেকে
সম্মাননা গ্রহন করেন। পরে দিবসটি উপলক্ষ্যে আবৃত্তি, রচনা, চিত্রাংকনসহ
নানান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের
আলোচনা সভায় প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমার এই দিবসটিতে শুধু ভাষা শহীদদের
নয়, আমরা ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের শ্রদ্ধাভরে
স্মরণ করি। তাঁরা আত্মত্যাগ না করলে আমরা এই মাতৃভাষা দিবস পালন করতে
পারতাম না। পাকিস্তান শাসনামলে ভাষা দিবস পালন করার মত সুযোগ আমরা পাই নি।
বাংলাদেশ স্বাধীন হবার কারনেই আমরা এই দিবস পালন করতে পারছি। তাই
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
আত্মার মাগফেরাত কামনা করি। ভাষা শহিদ সালাম, বরকত, রফিক, জব্বার যে
বাংলাদেশের স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন, বঙ্গবন্ধুসহ সকল শহিদ
মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলো সেই বাংলাদেশই এখন
বিনির্মান হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সোনার বাংলাদেশ
বিনির্মানে এগিয়ে যাচ্ছি।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ দেশাত্মবোধন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় কুমিল্লার শিল্পীরা।