ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিন মাসের সন্তানকে পানিতে ফেলে হত্যা
দায় স্বীকার করে আদালতে মায়ের জবানবন্দি---
Published : Wednesday, 23 February, 2022 at 12:00 AM, Update: 23.02.2022 1:18:36 AM

তিন মাসের সন্তানকে পানিতে ফেলে হত্যারণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনায় পারিবারিক কলহের জের ধরে ৩ মাস ১০দিন বয়সী কন্যা সন্তানকে ডোবার পানিতে ফেলে হত্যা করে পাষন্ড মা। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামে ওই অমানবিক ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম উম্মে সাইফা। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা শিশুটির মা ছামিয়া আক্তার বকুল (২০)কে আটক করে পুলিশে দেয়। পরে তার স্বামী ওমর ফারুক বাদী হয়ে সন্তান হত্যার দায়ে স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সন্ধ্যায় বিজ্ঞ আদালতে  ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় বকুল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামের মৃত আলী আশরাফ এর মেয়ে ছামিয়া আক্তার বকুল (২০) এর সাথে একই ইউনিয়নের খৈছাড়া গ্রামের মফিজুল ইসলাম এর ছেলে মো. ওমর ফারুক এর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। তিন মাস আগে ছামিয়া আক্তার বকুল কন্যা সন্তানের মা হয়। পারিবারিক কলহের কারণে কিছুদিন ধরেই সে সন্তান সহ বাবার বাড়িতে অবস্থান করছিল।
রোববার (২০ ফেব্রুয়ারি) স্থানীয়ভাবে শালিশ হয়। মেয়েটিকে স্বামীর বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বকুল তার কন্যা সন্তান উম্মে সাইফা বাড়ির পাশের একটি ডোবার পানিতে ছুড়ে ফেলে দেয়। স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। নিহত উম্মে ছাইফার মা ছামিয়া আক্তার বকুল (২০) কে গ্রেফতার করা হয়েছে। তার স্বামীর দায়ের করা মামলায় বিজ্ঞ আদালতে পাঠালে সন্তান হত্যাকারী বকুল নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।