Published : Wednesday, 23 February, 2022 at 12:00 AM, Update: 23.02.2022 1:18:42 AM
রণবীর
ঘোষ কিংকর:কুমিল্লার চান্দিনায় নিখোঁজের পাঁচ দিন পর উচ্চ আদালতের
অবসরপ্রাপ্ত কর্মচারী মিলন মিয়া (৬২) এর মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে
উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উপজেলার
সুহিলপুর ইউনিয়নের দলপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা
হয়। নিহত মিলন মিয়া ওই গ্রামের বাসিন্দা। তিনি উচ্চ আদালতের কর্মচারী
ছিলেন। ২০১৯ সালে অবসর গ্রহণ করে বাড়িতে আসেন।
নিহতের ছেলে মো. সুমন
জানান, গত ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে স্থানীয় যোগী মার্কেট
নামক একটি বাজারে যান আমার বাবা মিলন মিয়া। তারপর থেকে তার কোন খোঁজ নেই।
আমার সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে ১৮ ফেব্রুয়ারী চান্দিনা
থানায় একটি সাধারণ ডায়েরী করি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে
পাশ্ববর্তী বাড়ির মনির হোসেন এলাকার একটি পুকুরে আমার পিতার ভাসমান মরদেহ
দেখে আমাদের খবর দেন। পরে আমার থানায় সংবাদ জানাই।
স্থানীয় চেয়ারম্যান
আবু বক্কর ছিদ্দিক জানান, ১৭ ফেব্রুয়ারী রাতে মোবাইল ফোনে আমাকে নিখোঁজের
বিষয়টি জানান তার ছেলে মো. সুমন। সাথে সাথে আমি থানাকে অবহিত করি। যোগী
মার্কেট থেকে তাদের বাড়িতে যাওয়ার যে পথটি ওই পথের পাশের পুকুর থেকেই মরদেহ
উদ্ধার করা হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ
আরিফুর রহমান জানান, প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া
যায়নি। তবে মরদেহ ময়না তদন্তের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত সঠিক ভাবে কিছুই বলা যাচ্ছে না।
তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।