সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। তৃতীয় ওভারে বেশি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেটও হারিয়েছে তারা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ২০ রান। ক্রিজে আছেন ইব্রাহিম (৪) ও রহমত (৪)।
দীর্ঘ দিন পর ওয়ানডে খেলতে নেমে দ্বিতীয় বলেই চার হজম করেন মোস্তাফিজুর রহমান। শুরুতে বল ওয়াইড দেওয়ারও প্রবণতা দেখা গেছে। মোস্তাফিজ তো একটি ওয়াইড দিয়েছেন। তাসকিন দিয়েছেন দুটি; তার শুরুটাই ছিল ওয়াইড দিয়ে। একই ওভারে রাহমানুল্লাহ গুরবাজের ক্যাচও উঠেছিল। কিন্তু সুযোগ কঠিন হওয়ায় তা হাতে জমাতে পারেননি আফিফ।
পরের ওভারে অবশ্য বেশি আক্রমণাত্মক হতে দিয়ে তৃতীয় ওভারে মোস্তাফিজের শিকারে পরিণত হয়েছেন আফগান ওপেনার গুরবাজ। ডাউন দ্য উইকেটে এসে মিডউইকেটে উড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। কিন্তু বল জমা পড়েছে তামিম ইকবালের হাতে। তাতে ১৪ বল খেলে ৭ রানেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
সময়ের হিসেবে দীর্ঘ সাত মাস পর বাংলাদেশ ওয়ানডে খেলতে নামছে। সর্বশেষ গত জুলাইয়ে জিম্বাবুয়ে থেকে জিতে আসার পর শুধু টেস্ট আর টি-টোয়েন্টিতেই মেতে ছিল তামিমের দল। অবশ্য এই সময় পুরো শক্তির দল এক সঙ্গে ছিল না। সাকিব-মুশফিকের ফেরায় স্বাভাবিকভাবেই মিডল অর্ডারে শক্তি বেড়েছে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজলহক ফারুকি।