রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। তারা করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে চিকিৎসান অবস্থায় তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনই পাবনা জেলার বাসিন্দা। একজন আইসিইউ এবং অন্যজন ৩০ নম্বর ওয়ার্ডে ছিলেন। দুই জনই নারী।
তিনি জানান, বর্তমানে করোনা ইউনিটের ১৪৬ শয্যার বিপরীতে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ৩১ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনা রোগী রয়েছেন ১২ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২ জন। আর করোনা ধরা পড়েনি এমন রোগী আছেন ৭ জন।
এদিকে, গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার নেমেছে ৪ দশমিক ৬২ শতাংশে।