প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠায় এক সময়ের মাদক ব্যবসায়ী বন্ধুকে হত্যার দায়ে যুক্তরাজ্যে দণ্ডিত হয়েছে অপর দুই মাদক ব্যবসায়ী। ওই বন্ধুকে ছুরিকাঘাত করে হত্যা করে ঘাতকরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা হয়।
জানা যায়, ২১ বছরের আলিমুল ইসলাম এবং মফিজুর রহমান পূর্ব লন্ডনের বাইরে ২৩ বছরের আলিমুজ জামানের উপর হামলা চালায়। তারা তিনজনই বাংলাদেশি বংশোদ্ভূত বলে নিশ্চিত করেন কমিউনিটির সদস্যরা।
২০১৯ সালের ২৬ মে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে ব্যাপকভাবে নাড়া দেয়।
আলিমুজ জামানকে ছুরিকাঘাতের জন্য একটি বড় ছুরি ব্যবহার করা হয়। ছুরিকাঘাতে ‘বিপর্যয়কর’ রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়।
আলিমুজ জামান পপলার বার্ডেট এস্টেটে একজন মাদক ব্যবসায়ী এবং হত্যাকারীদের পূর্বপরিচিত। দুই আসামি তাদের নিজস্ব মাদক ব্যবসা প্রতিষ্ঠা করার আগে আলিমুজকে রানার হিসাবে কাজ করাতো।
ফোন রেকর্ডে দেখা যায়, এই হত্যাকাণ্ডের আগের মাসগুলোতে হত্যাকারীদের সঙ্গে ভিকটিমের নিয়মিত যোগাযোগে ছিল এবং এর আগের সন্ধ্যায় দেখা হয়েছিল।