ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাওসার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন
Published : Wednesday, 23 February, 2022 at 12:01 PM
কাওসার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্নগীতিকার কাওসার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আজিমপুর কবরস্থানে কাওসার আহমেদ চৌধুরীকে দাফন করা হয়েছে। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা হয় গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর।

দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাওসার আহমেদ চৌধুরী। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই গীতিকবি। এর আগে তিনি দুইবার স্ট্রোক করেন। তিনি করোনাতেও আক্রান্ত ছিলেন।গতকাল মঙ্গলবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

দেশের বেশ কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পীর জন্য গান লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ উল্লেখযোগ্য।