ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুতিনকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প
Published : Wednesday, 23 February, 2022 at 12:05 PM
পুতিনকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্পরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দেওয়ায় তাকে ‘জিনিয়াস’ (প্রতিভাবান) আখ্যা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডানপন্থী একটি রেডিও শোতে হাজির হলে ট্রাম্পের কাছে পুতিনের সেনা পাঠানোর জবাবে বাইডেনের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাওয়া হয়।

ট্রাম্প বলেন, ‘গতকাল যেখানে ছিলাম সেখানে একটি টিভি স্ক্রিন ছিল আর আমি বলেছিলাম, এটাকেই বলে প্রতিভা’। তিনি বলেন, পুতিন ইউক্রেনের বড় একটি অংশ নিয়ে ঘোষণা দিয়েছেন। পুতিন এটাকে স্বাধীন ঘোষণা করেছেন। ওহ, এটা অসাধারণ। সেকারণে পুতিন এখন বলছেন, ‘এটা স্বাধীন-ইউক্রেনের একটা বড় বড় অংশ।’

ট্রাম্প বলেন, ‘আমি বললাম এটা কতটা বুদ্ধিদীপ্ত? আর সে এখন ভেতরে প্রবেশ করতে যাচ্ছে আর শান্তিরক্ষী হচ্ছে। ওই শক্তিশালী শান্তি বাহিনী... আমরাও আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ব্যবহার করতে পারি।’

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বলতে পারেন এটা খুবই বুদ্ধির কাজ। আর আপনারা জানেন বাইডেন কি প্রতিক্রিয়া দেখিয়েছেন? কোনও প্রতিক্রিয়া দেখাননি।’

সূত্র: বিবিসি