ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাই প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Published : Thursday, 24 February, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রভাতে ভাষা শহীদদের স্মরণে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে লালমাই প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
এ আয়োজনের অংশ হিসেবে গতকাল সকাল ৯টা ৩০ মিনিটে আয়োজন করা হয় এক র‌্যালির ও আলোচনা সভার। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার।  ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি নবগঠিত লালমাই উপজেলায় গঠিত হয় লালমাই প্রেস ক্লাব।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের  যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক ময়নামতির প্রতিনিধি এমদাদুল হক মজুমদার, অর্থ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ও কুমিল্লার কাগজের প্রতিনিধি প্রদীপ মজুমদার, দপ্তর সম্পাদক ও দৈনিক আনন্দবাজার প্রতিনিধি মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশের আলো’র প্রতিনিধি রিয়াজ মোর্শেদ মাসুদ , ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন, নির্বাহী সদস্য অমর কৃষ্ণ বনিক মানিক, লালমাই উপজেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন, দৈনিক আলোকিত পত্রিকার প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক সমাজকন্ঠ প্রতিনিধি গাজী মামুন, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি অরুন কৃষ্ণ পাল, কুমিল্লার সময় প্রতিনিধি তমাল বনিক সহ প্রমুখ।
প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষায় সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকার কথা বলেন।