নিলীমা চক্রবর্তীর পরলোকগমন
Published : Thursday, 24 February, 2022 at 12:00 AM
শ্যামল বড়ুয়া ববি ||
গতকাল ২৩ ফেব্রুয়ারি নিলীমা চক্রবর্তী (৮০) ঠাকুরপাড়া বাসায় বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। তিনি গত ২১ ফেব্রুয়ারি কুমিল্লা জেলাপ্রশাসন কর্তৃক ভাষা সংগ্রামী হিসাবে সন্মাননা প্রাপ্ত প্রয়াত সুখেন্দু চক্রবর্তীর স্ত্রী, তিনি বিশিষ্ট সংগীত শিল্পী মিতা চক্রবর্তী, নিতা চক্রবর্তী ও শুভ চক্রবর্তী এর মা। শবদেহে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমন্য ব্যক্তিগণ শ্রদ্ধা নিবেদন করেন।