বুড়িচং চড়ানলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
Published : Thursday, 24 February, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন||
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল বড় বাড়ির আদর্শ যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় আলোচনা সভা, ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা ৫ আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান।
সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইউনুস মিয়া এবং যৌথ ভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সালাহ উদ্দিন লাভলু টিপু এবং ফয়সাল হোসেন বাবু চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নব নির্বাচিত রাজাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম মাষ্টার, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তফা কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের দাগু, ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মোঃ আবু জাহের, বিশিষ্ট সমাজ সেবক ক্রীড়া সংগঠক সাজ্জাদ কবির মাষ্টার।
আমন্ত্রিত অতিথি ছিলেন আবু জাহের ফুল মিয়া মেম্বার, মোঃ হুমায়ুন কবির মেম্বার, মোঃ আব্দুল ওয়াদুদ মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (আবিদ), বীর মুক্তিযোদ্ধা আবু জাহের, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন (মাহফিল),বীর মুক্তি যোদ্ধা আব্দুল গফুর খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর জলিল, বীর মুক্তিযোদ্ধা মোঃ দুলাল হোসাইন।
আরও উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হাসান চৌধুরী সহ এলাকার বিভিন্ন পর্যায়ে গন্য মাণ্য ব্যক্তি বর্গ।
অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।