ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় বিশ্ব চিন্তা দিবস উদযাপন
Published : Thursday, 24 February, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
“ পরিবেশ ও লিংগ সমতায় প্রতিষ্ঠিত হউক আমাদের ভবিষ্যৎ পৃথিবী” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন বরুড়া কুমিল্লার আয়োজনে প্রথম বারের মত বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ২২ ফেব্রুয়ারি “বিশ্ব চিন্তা দিবস -২০২২। মূলত বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা জড়নবৎঃ ঝঃবঢ়যবহংড়হ ঝসুঃয খড়ৎফ ইধফবহ চড়বিষষ ড়ভ এরষবিষষ এবং তার স্ত্রী ঙষধাব ইধফবহ-চড়বিষষ এর জন্মদিনটিকে (দু’জনের জন্মদিন ২২ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপি “ বিশ্ব চিন্তা দিবস “ হিসেবে উদযাপন করা হয়। ঙষধাব ইধফবহ-চড়বিষষ, ইধফবহ চড়বিষষ কে বিয়ে করার পর গার্ল গাইডস এর নেতৃত্ব দিয়েছিলেন।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন বরুড়া কুমিল্লার স্থানীয় কমিশনার ও বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আয়শা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব চিন্তা দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা একাডেমিক সুপারভাইজার আছিয়া খাতুন, বরুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল আলী। অনুষ্ঠানে বরুড়া উপজেলাস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাইড, গাইড শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।