ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা জিলা স্কুলে থ্রিডি প্রিন্টার দিলেন জেলা প্রশাসক
Published : Thursday, 24 February, 2022 at 12:00 AM, Update: 24.02.2022 1:41:14 AM
কুমিল্লা জিলা স্কুলে থ্রিডি প্রিন্টার দিলেন জেলা প্রশাসকনিজস্ব প্রতিবেদক :কুমিল্লা জিলা স্কুলের রোবটিক্স দলকে থ্রিডি প্রিন্টার উপহার দিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গতকাল কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক ও কুমিল্লা জিলা স্কুল সায়েন্স প্রজেক্ট ক্লাবের প্রেসিডেন্ট আবদুল্লাহ আল রামিমের হাতে থ্রিডি প্রিন্টারটি তুলে দেন জেলা প্রশাসক। কুমিল্লায় রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাবের চলমান কর্মসূচির অংশ হিসেবে এই প্রিন্টারটি জিলা স্কুলের এই সায়েন্স প্রজেক্টে উপহার দেয়া হয়।
জিলা স্কুল সায়েন্স প্রজেক্ট ক্লাবের প্রেসিডেন্ট আবদুল্লাহ আল রামিম জানান, আমরা জেলা প্রশাসকের কাছ থেকে থ্রিডি প্রিন্টারটি পেয়ে  খুব খুশি। আপাতত এই প্রিন্টারটি ড্রোনের ডানা তৈরী করতে কাজে লাগবে। আমরা যে ড্রোনটি তৈরী করছি এই কাজে প্রিন্টারটি আধুনিক প্রযুক্তিগত সহযোগিতা করবে। আমরা কুমিল্লা জিলা স্কুল সায়েন্স প্রজেক্ট ক্লাব এর আগেও একটি মানবাকৃতির রোবট তৈরী করেছিলাম। এখন আধুনিক প্রযুক্তি সম্বলিত আরো একটি তৈরী করতে চেষ্টা করবো।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কুমিল্লায় প্রতিটি উপজেলায় রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাব গঠন করা হচ্ছে। আগামী ১৭ মার্চ উপজেলা পর্যায়ে এবং ২৬ মার্চ জেলা পর্যায়ে প্রোগ্রামিং অলিম্পিয়াড হবে। এসব কাজের ধারাবাহিকতায় কুমিল্লা জিলা স্কুলের ছাত্রদেরও আমরা একটি থ্রিডি প্রিন্টার উপহার দেয়া হলো। আশা করছি তারা এই বিষয়ে উত্তোরোত্তর উন্নতি করে যাবে।