ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন চলছে। রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য কিয়েভকে দখল নেওয়া। অন্যদিকে, ইউক্রেনের বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। এমন কঠিন মুহূর্তে শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিনার বাহিনীর বিরুদ্ধে তার দেশ জিতবে।
এমনকি এই পরিস্থিতির মধ্যে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিরাপদে সরিয়ে নেওয়ার যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া প্রস্তাবও ফিরিয়ে দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বলা হয়েছে, ভলোদিমির জেলেনস্কিকে নিরাপদে সরিয়ে নিতে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট তাতে রাজি হননি। তিনি মার্কিন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, ‘আমাকে নিরাপদে সরানোর দরকার নেই, আমার গোলাবারুদ দরকার।
এভাবে জেলেনস্কি নিরাপদে সরিয়ে নেয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে উল্টো গোল-বারুদ চেয়েছেন। এদিকে, তিনি দাবি করেছেন, সরকারি বাহিনী এখনো কিয়েভ ও শহরের চারপাশের মূল পয়েন্টগুলো নিয়ন্ত্রণ করছে। আমাদের সামরিক বাহিনী, জাতীয় রক্ষী, জাতীয় পুলিশ, অঞ্চল প্রতিরক্ষা, বিশেষ পরিষেবা ও ইউক্রেনের নাগরিকরা দয়া করে লড়াই চালিয়ে যান। আমরা জিতবো।