Published : Saturday, 26 February, 2022 at 12:00 AM, Update: 26.02.2022 12:35:18 AM
তানভীর
দিপু: প্রথম ডোজ টিকা দেয়ার শেষ দিনে কুমিল্লায় আজ ২৬ ফেব্রুয়ারি ৩ লাখ
মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্যবিভাগ
ও কুমিল্লা সিটি কর্পোরেশন। শিশুদের জন্য দেয়া হবে ফাইজার এবং প্রাপ্ত
বয়স্কদের জন্য একডোজের আমেরিকান জনসনের এক ডোজ টিকা দেয়া হবে। দিনব্যাপি এই
টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য অন্তত ১৭ টি অস্থায়ী টিকা কেন্দ্র চালু
থাকবে শহরজুড়ে। এছাড়া বিভিন্ন উপজেলায় ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দেয়া হবে
টিকা। কুমিল্লা মডার্ন স্কুল কেন্দ্রে শিশুদের জন্য কেন্দ্রটিও সচল রাখা
হবে।
কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জনান, প্রথম ডোজের শেষ
দিনে টিকা কার্যক্রম পরিচালনার জন্য কুমিল্লা জেলায় ৭০১ টি টিকা কেন্দ্র
চালু থাকবে। টিকা গ্রহীতাদের ভিড়ের কথা চিন্তা করে জেলা প্রশাসন ও
আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা আশা করছি কাল ৩ লাখ টিকা
দিয়ে কুমিল্লায় ৭০ শতাংশ মানুষকে করোনার প্রথম ডোজ টিকার আওতায় আনা হবে।
২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কুমিল্লা জেলায় ৬৪ শতাংশ মানুষকে করোনা টিকার অন্তত
এক ডোজের আওতায় আনা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় ও সিটি কর্পোরেশন
সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন জায়গায় টিকা দেয়ার জন্য থাকবে অন্তত ১৭টি
কেন্দ্র। এছাড়া থাকবে ভ্রাম্যমান কেন্দ্রও। মডার্ন স্কুল (শিশুদের জন্য),
রাজগঞ্জ এলাকায় মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকবাজার- আলিয়া
মাদ্রাসা, কান্দিরপাড়ে টাউন হল মাঠ, পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন উচ্চ
বিদ্যালয়, জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড, ধর্মপুর রেলওয়ে হাই স্কল, আলেখার চর-
ট্রাক ড্রাইভারদের জন্য স্থাপিত স্ট্যান্ড। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন
সরসরি তাদের নিজস্ব ৮টি কেন্দ্র পরিচালনা করবে।
এদিকে, ২৬ ফেব্রুয়ারি
প্রথম ডোজ টিকা দেয়ার শেষ দিন নির্ধারণ করে দেয়ার পর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি
কুমিল্লার বিভিন্ন ওয়ার্ডে টিকা কার্যক্রম চালু রাখে সিটি কর্পোরেশন।
এছাড়া মডার্ন স্কুল কেন্দ্রেও বাদ পরে যাওয়া শিশুদেও টিকা প্রদান চালু রাখা
হয়। প্রথম ডোজ টিকা আর দেয়া হবে না এই খবরে সব টিকা কেন্দ্রগুলোতে হুমড়ি
খেয়ে পওে আগ্রহীরা। ভিড় কওে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে টিকা নিতে দেখা গেছে
অনেককেই। এছাড়া বিভিন্ন জায়গায় টিকা নিতে গিয়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির
ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া গেছে। আজ যে গণ টিকা দেয়া হবে তা সফল করতে
কুমিল্লা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিকা কেন্দ্রে নিয়োজিত
থাকবে।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী জানান,
শিশুদের জন্য দুই ডোজের ফাইজার দেয়া হবে। আর যারা ভ্রাম্যমান পেশাজীবী
মানুষ তারা দুই ডোজের টিকা নিয়ে যেন কোন ঝক্কি পোহাতে না হয় তাদের জন্য
জনসনের টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা আশা করছি লক্ষ্যমাত্রা
অনুযায়ী সবাইকে টিকা দেয়া সম্ভব হবে।