Published : Thursday, 24 February, 2022 at 12:00 AM, Update: 24.02.2022 1:41:43 AM
তানভীর দিপু:
নিয়ন্ত্রণ
হারিয়ে রাস্তার পাশের কচুরিপানা ভরতি পুকুরে প্রাইভেটকার ডুবে প্রাণ
হারিয়েছে ৫ জন। গতকাল চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নড়হ এলাকায় রাত
আনুমানিক পৌনে একটায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের তিন জনের বাড়ি
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়। জানা গেছে, নিহত তুষার দক্ষিণ জেলা
ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শাকিল হাসনাবাদ ইউনিয়নের নরপাইয়া ওয়ার্ড
ছাত্রলীগের প্রচার সম্পাদক ও রেজাউল করিম ঝলম ইউনিয়নের প্রচার সম্পাদক। অপর
নিহত সাগরের বাড়ি গাজীপুর এবং নয়নের বাড়ি যশোর।
কুমিল্লা শহর থেকে
মনোহরগঞ্জ যাওয়ার পথ ভালো না হওয়ায় চাঁদপুরের শাহরাস্তি হয়ে বাড়িতে
যাচ্ছিলেন বলে জানান নিহতের স্বজনেরা। এসময় কুমিল্লা-চাঁপুর আঞ্চলিক
মহাসড়কের নড়হ এলাকায় সড়কের একটি বাঁক অতিক্রম করার সময় প্রাইভেট কারটি
নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কচুরিপানা ভরতি পুকুরে পরে যায়। সব দরজা জানালা
বন্ধ থাকায় পানিতে পরে যাওয়া প্রাইভেটকারটি থেকে বের হতে না পারায়
শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় তারা। এর বেশ কিছু সময় পরে স্থানীয়রা এসে
প্রাইভেটকারটির কাচের জানালা ভেঙে মরদেহ গুলো বের করে। পরে শাহরাস্তি পুলিশ
ও ফায়ার সার্ভিস এসে দুর্ঘটনা কবলিত গাড়ী ও মরদেহ গুলো উদ্ধার করে।
নিহতরা
হলেন, মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য
সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া
গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল
মিয়ার ছেলে রেজাউল করিম(২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের
আব্দুল খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের
বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪)।
নিহতদের স্বজনরা আরো জানায়,
প্রাইভেটকারটি মনোহরগঞ্জে দুজনকে নমিয়ে দিয়ে ঢাকা চলে যাওয়ার কথা ছিলো
তাদের। সড়কের মোড় ঘুরাতে গিয়ে তারা গাড়িসহ ডোবায় পড়ে যায়। পরে স্থানীয় এসে
গাড়ির গ্লাস ভেঙ্গে মরদেহ উদ্বার করে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ ও
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে
মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ
হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লারটেকে (বাঁক) পুকুরে পড়ে যায়। খবর পেয়ে
স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত
পাঁচজনের লাশ উদ্ধার করে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট
ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা
হয়েছে।
নিহত তুষারের পিতা সিদ্দিকুর রহমান খোকন জানান, তুষারের এক কলেজ
বন্ধু লাকসামের রেজাউলের বিয়েতে তারা কুমিল্লা শহরে যাবে বলে বাসা থেকে
বের হয়েছে। সেখান থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়িতে আসার সময় এ দূর্ঘটনা
ঘটে। কুমিল্লা থেকে আমাদের এলাকার রাস্তা ভাল না হওয়ায় পার্শ্ববর্তী উপজেলা
শাহরাস্তি সড়কে আমরা চলাচল করি। নিহত তুষার আগামী ১০ মার্চ আমেরিকা যাওয়ার
কথা ছিলো। ছেলেকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।
স্থানীয় হাসনাবাদ ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন, দূঘটনাটি আমাদের ইউনিয়নের
সীমান্তে অন্য জেলায় পড়েছে। নিহতরা আমার ইউনিয়নের হওয়ায় স্থানীয় চেয়ারম্যান
হিসেবে ওই জেলার প্রশাসনিক কিছু নিয়ম কানন শেষ করে এসেছি। অনুমতি পেলে
দাফন সম্পূর্ণ করবো।