ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২৪ বাংলাদেশি ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডে রয়েছেন দূতাবাসে
Published : Sunday, 27 February, 2022 at 12:00 AM
?ইউক্রেনে রুশ সৈন্যদের হামলার পর সেখান থেকে পালিয়ে আসা ২৪ বাংলাদেশি নাগরিককে নিজেদের হেফাজতে নিয়েছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শনিবার দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এই তথ্য জানান।
তিনি বলেন, এই ২৪ জনের মধ্যে ২২ জন গত শুক্রবার রাতে পোল্যান্ড সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন। বাকি দুজন মলডোভা ঘুরে শনিবার সকালে পোল্যান্ডে ঢুকেন। তারা সবাই নিরাপদে রয়েছেন।
পোল্যান্ড ও রুমানিয়ায় বাংলাদেশি দূতাবাসের কর্মীরা ইউক্রেন থেকে পালিয়ে আসা প্রবাসীদের নিজেদের হেফাজতে রাখবে বলে জানান শাহরিয়ার আলম।
তিনি জানান, রুমানিয়া সরকার শরণার্থীদের দুদিন আশ্রয় দেবে।
তিনি বলেন, আমরা ইউক্রেন বসবাসরত ৩০০ বাঙালি প্রবাসীর সঙ্গে কথা বলছি। তাদের সহযোগিতা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব আমরা। পোল্যান্ড ও রুমানিয়া দূতাবাসের কর্মকর্তারা তাদের নিরাপদে সরিয়ে আনার ব্যাপারে তৎপর রয়েছে।
তিনি জানান, ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের যাদের পাসপোর্ট নেই, তাদের ১৫ দিনের একটি ।ভ্রমণ ভিসা ইস্যু করা হবে। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আগে তাদের সব ধরণের প্রস্তুতি নেওয়ার অনুরোধও জানান তিনি।
ভয়ানক পরিস্থিতির কথা স্মরণ করে তিনি বলেন, ‘তাদের দীর্ঘপথ পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়স্থলে যেতে হবে। এসময়ে তাদের খাবার, অর্থসহ নানা কিছুর সঙ্কট হতে পারে। যারা ইতোমধ্যে নিরাপদে আশ্রয়ে পৌঁছে গেছেন, তারা জানিয়েছেন পথের বিপত্তির কথা।’