ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সঙ্গীত শিক্ষার্থী সম্মিলনের ১৫৮ তম অধিবেশন
Published : Sunday, 27 February, 2022 at 12:00 AM
শ্যামল বড়ুয়া ববি ||
গত ২৬ ফেব্রুয়ারী নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে প্রয়াত সঙ্গীত রত্ন গায়নাচার্য সুরেন্দ্র নারায়ণ দাস প্রতিষ্ঠিত '' সঙ্গীত শিক্ষার্থী সম্মিলন '' এর শিক্ষার্থীদের ১৫৮ তম সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অলকা দাশ। আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ পরিমল কান্তি পাল, নাট্যগুরু শাহজাহান চৌধুরী। উপস্থিত ছিলেন অন্ধ কল্যান সমিতির প্রকল্প পরিচালক তপন সেন গুপ্ত, কবি লেখক নুরুল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তাপস কুমার দাশ, দীপাঞ্জন দাশ ধ্রুব, নীলাঞ্জন দাশ তনয়।
গান করেন সারিকা দাস পূজিতা দে,স্বয়ংক্রিয়া দত্ত, গীত সরকার,অংকিতা দেবনাথ,জয়িতা পাল,পিউ সেনগুপ্ত, মৃন্ময়া পাল, অনন্যা সরকার, প্রাচুর্য বীর,রূপকথা দেব, অরণী সাহা,ফারহানা ইমরান রিদম, মিথিলা সূত্রধর, সুলতানা বাসার সায়মা, সারিকা দাস, শ্রুতি দাস, পুষ্পিতা বনিক মৌ, আলমা আরিজ, প্রজ্ঞা বীর, রচিতা শর্মা, লারিসা মাহদিয়া হক, প্রগতি নাথ, তাসফিয়া হক নাইসা, অধরা চৌধুরী, অহনা চৌধুরী, অর্পিতা দত,প্রীতি প্রিয়া দেবনাথ, অনন্যা দেবনাথ, ইসরাত জাহান মেগা, মন্টি সাহা, বিষ্ণু দাস, নাজমুল আলম, বাবুল ঘন্ট। তবলায় রামপ্রসাদ দাস, সুব্রত দাশ, তাপস দাস, নাজমুল আলম,বাবুল ঘন্ট, কী বোর্ডে ভূষন সূত্রধর। উপস্থাপনায় মন্টি সাহা।