ব্রাহ্মণপাড়ায় আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Published : Sunday, 27 February, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চান্দলা কে বি হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষা অধিদফতরের ব্যবস্থাপনায় ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার তত্ত্বাবধানে গতকাল শনিবার এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণপাড়া উপজেলার সকল স্কুলের ছেলে ও মেয়েদের ক্রিকেট দল অংশ গ্রহণ করে।
সকাল ১০ টায় অনুষ্ঠিত মেয়েদের ফাইনাল ম্যাচে দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল ৪৬ রানে দুলালপুর উচ্চ বিদ্যালয় ক্রিকেট দলকে পরাজিত করে। ম্যাচে অলরাউন্ড পারফর্মেন্সের জন্য সেরা খেলোয়ার নির্বাচিত হন দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তার এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী লিমা আক্তার।
অপরদিকে বিকাল ২ টায় অনুষ্ঠিত ছেলেদের ফাইনাল ম্যাচে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল ক্রিকেট দল ৩০ রানে শিদলাই আশ্রাফ হাই স্কুল ক্রিকেট দলকে পরাজিত করে। ম্যাচ সেরা নির্বাচিত হন ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের দলীয় অধিনায়ক আবদুর রাহিম।
ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে উপভোগ করেন দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, চান্দলা কে বি হাই স্কুলের প্রধান শিক্ষক রাখাল চন্দ্র, শিদলাই আশ্রাফ হাই স্কুলের প্রধান শিক্ষক মুমিনুল ইসলাম, চান্দলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল, চান্দলা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ অপু খান চৌধুরী, সিনিয়র শিক্ষক জামাল হোসেন ভূইয়া সহ অন্যান্য হাই স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।