দেবিদ্বারে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
Published : Sunday, 27 February, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন- প্রণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।
শনিবার দুপুরে এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা- (দেবিদ্বার) আসনের মাননীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।
দেবিদ্বার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন এই প্রাণিসম্পদ প্রদর্শনী এ মেলা হয়। মেলায় প্রাণিসম্পদ উন্নয়ন, নতুন প্রযুক্তি সম্প্রসারণ সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন ধরনের পশু, পাখি ও ঘাসের প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন-নবী তালুকদারের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহম্মদ আবদুল হাকিম লিটন’র উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসের জেলা ট্রেনিং অফিসার চন্দন কুমার পোদ্দার, দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস রফিক, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে.এম মনিরুজ্জামান মাস্টার, দেবিদ্বার উপজেলা ডেইরী এসোসিয়েশন এর সভাপতি মো. আজারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন, হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি.এস মান্নান মোল্লা, সহ-সভাপতি মোঃ শাহাদৎ হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, এলাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইকবাল হোসেন রুবেলসহ আরো অনেকে।
পরে প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল আয়োজিত প্রদর্শনী মেলায় মোট ৫০টি স্টল অংশ ঘূরে দেখেন এবং মেলায় বিভিন্ন জাতের প্রাণি, পাখি ও উন্নত জাতের ঘাস প্রদর্শনী সহ বিভিন্ন ক্যাটাগরীতে ২১ জনকে পুরস্কার প্রদান করা করেন।