দেবিদ্বারে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ
Published : Sunday, 27 February, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শেখ রাসেল ফাউন্ডেশেন দেবিদ্বার উপজেলা শাখার আয়োজনে বড়শালঘর ইউনিয়নের বড় মসজিদ মাঠে নিউইয়ার্ক প্রবাসী চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার এ সেলাই মেশিন বিতরণ করেন। মো. সালাউদ্দিনের পরিচালনায় ডা. ফেরদৌস খন্দকার বলেন, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনে শতভাগ কর্মমুখী করে গড়ে তুলতে হবে। এর মধ্য দিয়েই সমাজ দারিদ্র ও বেকারমুক্ত হবে। বাস্তবায়ন হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত বাংলাদেশ। সেই লক্ষ্যেকে সামনে রেখে আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনে কাজ করছি। এর আগে দুপুরে ডা. ফেরদৌস খন্দকার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেন, মানুস কে কি বলল আমার দিকে তাকানোর সময় নেই, আমি দেশ মাতৃকার টানে দেশে ছুটে এসেছি, যারা আমাকে নিয়ে চক্রান্ত করেছিলো তাদের অবস্থান এখন কোথায় ? তাঁরা চক্রান্ত করে জয়ী হতে পারেনি বরং জয়ী আমিই হয়েছি। আমি নিতে আসিনি, মানুষকে দিতে এসেছি মানবিকতার কারণে দেশের টানে বার বার ফিরে এসেছি। আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করছে আমি তাদের উদ্দেশ্যে বলব, কি লাভ ! এসব করে আসুন না, সবাই মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। শেখ রাসেল ফাউন্ডেশন দেবিদ্বার শাখার আহবায়ক মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শাহীনুর লিপি, মো. ছালা উদ্দিন, ইউনুছ শান্ত, সদস্য সচিব আবদুর রহমান ভূইয়া, সদস্য মো. মনিরুল ইসলাম, সমির কুণ্ড, শারমিন আক্তার, আয়শা আলী মুক্তা, শামীমা আক্তার রিমা প্রমুখ।