প্রান্তিক জনগোষ্ঠির মাঝে অনুদানের চেক বিতরণ
Published : Sunday, 27 February, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষনার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ কবির আহামেদের উপস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিরøা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, শুকলাল দেবনাথ ও আব্দুর রহিম পারভেজ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের মুয়াজ্জিন মাওলানা আমজাদ হোসেন।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় দীর্ঘমেয়াদী ও সফট স্কীল ৬০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রত্যেককে ১৮ হাজার টাকা করে মোট ১০ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য, মুরাদনগর উপজেলায় ১০টি পেশার এক হাজার ৭১৫ জনকে সমাজ সেবা বিভাগের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরমধ্যে ৩৭০ জনকে ৬৬ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বাকী প্রশিক্ষণার্থীদের পর্যায়ক্রমে অনুদানের চেক দেওয়া হবে।