ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার রাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সভা
Published : Sunday, 27 February, 2022 at 12:00 AM, Update: 27.02.2022 12:15:01 AM
কুমিল্লার রাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সভানিজস্ব প্রতিবেদক: নির্বাচন সংক্রান্ত মামলা জটিলতায় সাড়ে তিন বছর কমিটিবিহীন চলছে নগরীর অন্যতম বড় বাজার ‘দৈনিক রাজগঞ্জ বাজার’। এতে করে ব্যবসায়ীরা নানা ধরনের হয়রানী ও সমস্যার শিকার হচ্ছে। সমস্যা উত্তরণে অনতিবিলম্বে কার্যক্রর কমিটি গঠনের দাবি জানিয়েছেন সাধারন ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাধারণ ব্যবসায়ীদের ডাকা সভায় এ দাবি জানানো হয়। সভায় সংকট নিরসনে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে ২৫ ব্যবসায়ীকে নিয়ে একটি কমিটি করে দায়িত্ব প্রদান করা হয়।
 জানা যায়, নগরীর অন্যতম প্রাচীন ও বৃহৎ বাজার রাজগঞ্জ বাজারে প্রায় দেড় হাজার ব্যবসায়ী রয়েছেন। সর্বশেষ ২০১৮ সালের ২৭ অক্টোবর দৈনিক রাজগঞ্জ বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষনা করা হলে তা মেনে নেয়নি বেশ কয়েকজন প্রার্থী। ওই নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ওই বছরের ৪ নভেম্বর সভাপতি প্রার্থী আবদুল জলিল আখন্দসহ ১৫ জন ব্যবসায়ী বাদি হয়ে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র সহকারী জর্জ আদালতে মামলা করেন। মামলায় ভূয়া ভোটার তৈরী ও নির্বাচনে প্রভাব বিস্তার সহ বেশ কিছু অভিযোগ আনেন  তাঁরা। অভিযোগ আমলে নিয়ে কুমিল্লার সদর আদালতের বিজ্ঞ সিনিয়র সহকারী জর্জ মোহাম্মদ ইউনুস খান নির্বাচন বিষয়ে কোনরুপ কার্যকর গ্রহণ হইতে উভয় পক্ষকে‘ স্থিতি অবস্থার’ আদেশ দেন। আইনি প্রক্রিয়া এখনো চলমান থাকায় কমিটির মেয়াদ ৩ বছর পার হয়ে গেলেও আর নির্বাচন হয়নি। কমিটি নানা থাকায় ব্যবসায়ীরা নানা ধরনের সমস্যা পোহাতে হচ্ছে বলে সাধারন ব্যবসায়ীদের অভিযোগ।
  গত শুক্রবার সন্ধ্যায় (২৫ ফেব্রয়ারী) রাজগঞ্জ বাজারের সাধারন ব্যবসায়ীরা এক সভার  ডাকা দেন। ওই সভায় সভাপতিত্ব করেন পাইকারী সবজি আরতদার ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন। বাজার কমিটির সাবেক সেক্রেটারী দেলোয়ার হোসেন চৌধুরী বাদলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাজারের ইজারাদার জয়নাল আবেদিন, চাউল ব্যবসায়ী হাজী আবুল হোসেন, সাবেক সহ-সভাপতি জাফর হোসেন, মাংশ ব্যবসায়ী আবদুল জলিল,মুদি ব্যবসায়ী মো. রিপন প্রমুখ।
২ ঘন্টাব্যাপি আলোচনা শেষে সমস্যা উত্তরণে কার্যকর প্রদক্ষেপ গ্রহনের জন্য ব্যবসায়ীদের নিয়ে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি চলমান সমস্যা সমাধান প্রশাসন সহ মামলার উভয় পক্ষের সাথে কথা বলে আইনি জটিলতা নিরসন করে কমিটি গঠনের উদ্যেগ নেওয়ার দায়িত্ব প্রদান করা হয়। কমিটির সদস্যরা হচ্ছেন : দেলোয়ার হোসেন বাদল ( মুড়ি পট্টি), তাপন  দাশ, পেয়ার মিয়া ও জয়নাল আবেদিন (মাছ বাজার), জামাল মিয়া ও সাত্তার মিয়া (সবজি বাজার),আবুল মিয়া (আলু পট্টি) ,সিরাজ মিয়া, সেলিম মিয়া (মুদি দোকান), হাজী আবুল মিয়া (চাউল বাজার) ,কবির হোসেন (মুদি দোকান),শাহিন হোসেন,মো.রিপন (মুড়ি দোকান), সফিকুল ইসলাম,জহিরুল ইসলাম, রুপা মিয়া, জলিল মিয়া (মাংশ বাজার) , সেলিম মিয়া (সুপারী বাজার) ,ইকবাল, আক্তার হোসেন , নাইম চৌধুরী ও আজাদ (স্টেশনারী), বিল্লাল হোসেন (ফল বাজার) ,কাজী রাহুল (মুরগী বাজার) ও আবুল কাশেম (খাশি মাংশ ) ।